Bikalpa Engineering & Mercantile Islamic Life Insurance Ltd.: Recruitment Circular



নিয়োগ বিজ্ঞপ্তি: (1) এক

Bikalpa Engineering
বিকল্প ইঞ্জিনিয়ারিং

----
বিকল্প ইঞ্জিনিয়ারিং
পদের নাম: এক্সিকিউটিভ- একাউন্টস

খালি পদ: নির্দিষ্ট নয়
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: বি.কম (স্নাতক)/ এম.কম: একাউন্টিং (স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন।)
অভিজ্ঞতা: সর্বনিম্ন ৩ বছর

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ: 
** শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন।
** কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২০

********************************
********************************

নিয়োগ বিজ্ঞপ্তি: (2) দুই



Mercantile Islamic Life Insurance Ltd.
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি.

------
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি.
পদের নাম: জুনিয়র অফিসার/ অফিসার

পদের সংখ্যা: নির্দিষ্ট নয়
চাকরির দায়িতুসমূহ: প্রজোয্য নয়।
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ স্নাতকোত্তর/ সমমান। (বাণিজ্য বিভাগধারীগণ অগ্রগণ্য।)

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ:
বয়স: ২০ থেকে ৪০ বছর।

কম্পিউটার জ্ঞান:
** কম্পিউটারের বেসিক জ্ঞান যেমন এম এস ওয়ার্ড, এক্সেল সম্পর্কে জানা।
** বিশেষ করে বাংলা ও ইংরেজি না দেখে টাইপ করতে পারা।
** ই-মেইল আদান-প্রদানসহ ইন্টারনেট ব্রাউজিং করতে পারা ইত্যাদি।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতনসীমা: আলোচনা সাপেক্ষ

কোম্পানির সুযোগ সুবিধাদি: 
** কোম্পানির সার্ভিস রুল অনুযায়ী চাকরিতে নিয়মিতকরণ।
** প্রভিডেন্ড ফান্ড।
** গ্রুপ ইন্স্যুরেন্স।
** গ্রাচুইটি।
** নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা৷
** পারফরমেন্সের ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির সুযোগ।

আবেদন করতে হবে কোম্পানির ওয়েব সাইটে www.milil.com.bd এর মাধ্যমে|

আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২০




সূত্র: বিডিজবস অনলাইন পোস্টিং
---

Post a Comment

Previous Post Next Post