Department of Agricultural Marketing, Recruitment Circular: Date, Time & Place of the Oral Exam


Department of Agricultural Marketing
.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কৃষি বিপণন অধিদপ্তর
খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা-১২১৫।

---------------------------------------
স্মারক নং-১২.০২.০০০০.০০২,১১.২৯১,১২-৫১৩
তারিখঃ ২৫-০৮-২০২০ খ্রিঃ

Date, Time and Place of the Oral Examination of the Passed Candidates
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান

বিজ্ঞপ্তি/ নোটিশ/ Notice

কৃষি বিপণন অধিদপ্তরের * সাঁট- লিপিকার- কাম- কম্পিউটার অপারেটর, * সাঁট মুদ্রাক্ষরিক- কাম- কম্পিউটার অপারেটর ও * অফিস সহকারী- কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জনবল নিয়োগের নিমিত্ত গত ১৩ ও ১৪ জুন/২০২০ তারিখে গৃহীত সাঁট- লিপি/ কম্পিউটার মুদ্রাক্ষর (ব্যবহারিক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান নির্ধারণ পূর্বক কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইট www.dam.portal.gov.bd এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমেও এস,এম,এস. দ্বারা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানানো হয়েছে।

উল্লেখ্য যে, মোখিক পরীক্ষার জন্য আগত প্রার্থীগণকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ''কোভিড-১৯" সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।



-

Post a Comment

Previous Post Next Post