গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা ক্যান্টনমেন্ট।
Department of Military Lands & Cantonments
Ministry of Defense, Dhaka Cantonment.
----------------------------
অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 07/09/2020
পত্রিকায় প্রকাশের তারিখ: 08/09/2020
* সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্যপদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
পদের নাম, শূন্য পদের সংখ্যা:
সহকারী শিক্ষক (বাংলা ও ইংরেজি), [০২ জন (১+১)]
সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি), [০২ জন (১+১)]
সহকারী শিক্ষক (গণিত), (০১ জন)
সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান), (০১ জন)
সহকারী শিক্ষক (ধর্ম), (০১ জন)
সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা), (০১ জন)
সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযাগ প্রযুক্তি), (০১ জন)
জুনিয়র শিক্ষক, (০১ জন)
------
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন/ বেতন স্কেল, আবেদন ও সংযুক্তি:
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন


Post a Comment