Government of the People's Republic of Bangladesh
National Institute of Mass Communication (NIMC)
Ministry of Information, Website: www.nimc.gov.bd
125/A, AW Chowdhury Road, Darussalam, Mirpur, Dhaka- 1216.
PABX: 55079438-42, Fax: 55079443
Website: http://www.nimc.gov.bd/
================
Memorandum No.
Date: 24 September 2020
Training on Modern Broadcast Technology
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২০ মেয়াদে ০৪ (চার) সপ্তাহব্যাপী Modern Broadcast Technology কোর্স আয়োজন করতে যাচ্ছে।
Modern Broadcast Technology কোর্সে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদের স্নাতক পাশ হতে হবে। বিজ্ঞানে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা প্রকৌশলীগণ আবেদন করতে পারবেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে ২০০/- (দুই শত) টাকার বিনিময়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ ও জমা করা যাবে।
আবেদন ফরমের সাথে আবেদনকারীর পাসপোর্ট আকারের দুই কপি রঙ্গিন সত্যায়িত ছবি এবং প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ও সর্বশেষ সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। ইনস্টিটিউটের ওয়েবসাইট www.nimc.gov.bd থেকেও অনলাইনে আবেদন করা যাবে।
পাঠ্যধারাটিতে Broadcasting Chain, Digital Communication, Theory on Digital TV (HDTV), IPTV, CATV. Distribution of Fiber to home, Optical FDM, OTDM, WDM Technology & Application. Automation of TV Station and Archiving, Modern Outdoor Broadcasting, Design, Planning of Modern Broadcasting Station, Brief On Satellite Communication, Future Broadcast Technology, Broadcast Network System and Antenna ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
======
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ:
২১ অক্টোবর ২০২০ রোজ বুধবার।
======
সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এজন্য কোন প্রকার টিএ ডিএ দেয়া হবে না।
======
সাক্ষাৎকারে নির্বাচিত প্রার্থীদের কোর্স ফি বাবদ ৪,০০০/- (চার হাজার) টাকা মাত্র "মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট'' এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে।
======
সাক্ষাৎকারের জন্য মনোনীত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৮ অক্টোবর ২০২০ রোজ বুধবার পূর্বাহ্নে ১১.০০ ঘটিকায় Zoom প্লাটফরম ব্যবহার করে অনলাইনে নেয়া হবে।
======
প্রার্থী নির্বাচনের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
[মোহাম্মদ আবু সাদেক]
উপ পরিচালক
ও
পাঠ্যধারা পরিচালক
===========================
Website: www.nimc.gov.bd
=============================
Application Deadline:
21 October 2020
Circular Published in National Dailies
===
Recent Circular/ (More Info):
No | Date | Details | To See CLICK HERE↓ |
01. 24/08/2021 (Publish) Call- Journal Article: 17/10/2021 (Last) CLICK HERE
02. /
===
Post a Comment