Palli Daridro Bimochon Foundation (PDBF) পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন: Job Circular

Palli Daridro Bimochon Foundation (PDBF)
(Rural Poverty Alleviation Foundation)
Department of Rural Development and Cooperatives
Ministry of Local Government, Rural Development and Cooperatives

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়


==================
স্মারক নং-
তারিখ/ Date: 04-10-2020


নিয়োগ বিজ্ঞপ্তি / Job Circular

ক্ষুদ্র ও এন্টারপ্রাইজ ঋণের মাধ্যমে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে নিয়োজিত অনন্য প্রতিষ্ঠান পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর প্রধান নির্বাহী তথা 'ব্যবস্থাপনা পরিচালক'-এর শুন্য পদ পূরণে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। 

প্রার্থীকে আর্থিক ব্যবস্থাপনা, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র ও এন্টারপ্রাইজ ঋণের ব্যবস্থাপনা বিষয়ে ন্যুনতম ২০ (বিশ) বৎসর কাজের অভিজ্ঞতাসহ পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতাসম্পন্ন হতে হবে। তাকে দেশের পল্লী এলাকার আর্থ-সামাজিক অবস্থা, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন, পল্লী উন্নয়ন, অর্থসংস্থান, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও নিয়ন্ত্রণসহ প্রতিষ্ঠানের সমস্যা অনুধাবন ও উত্তোরণে পর্যাপ্ত জ্ঞান ও যোগ্যতা সম্পন্ন হতে হবে।

আবেদনের শেষ তারিখ/ Application Deadline:
21 অক্টোবর 2020

জাতীয় দৈনিকে প্রকাশিত সার্কুলার/ Circular Published in National Dailies

 

Post a Comment

Previous Post Next Post