=======================================
উত্তরা ব্যাংক লিমিটেড
প্রধান কার্যালয়
৪৭, শহীদ বীর উত্তম আসফাকুস সামাদ সড়ক,
মতিঝিল বা/এ , ঢাকা-১০০০
স্মারক নং-
তারিখ/ Date: 07-10-2020
নিয়োগ বিজ্ঞপ্তি / Job Circular
উত্তরা ব্যাংক লিমিটেড "জুনিয়র আর্মড গার্ড” পদে নিম্নবর্ণিত শর্তে কিছুসংখ্যক পুরুষ জনবল সম্পূর্ণ অস্থায়ীভাবে ০৫ (পাঁচ) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে-
০১. আবেদনকারীকে আগ্নেয়াস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসাবে কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে। তাকে শারীরিকভাবে সক্ষম হতে হবে।
০২. কমপক্ষে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
০৩. বয়স সীমা: সর্বোচ্চ ৩৫ (পঁয়ত্রিশ) বছর (৩০-০৯-২০২০ ইৎ তারিখে)। তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য।
০৪. মাসিক ১৩,০০০/- (তের হাজার) টাকা পারিশ্রমিকে সম্পূর্ণ অস্থায়ীভাবে ০৫ (পাঁচ) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে।
আবেদনের শেষ তারিখ/ Application Deadline:
29 অক্টোবর 2020
জাতীয় দৈনিকে প্রকাশিত সার্কুলার/ Circular Published in National Dailies


Post a Comment