Bangladesh Air Force বাংলাদেশ বিমান বাহিনী: নিয়োগ বিজ্ঞপ্তি Job Circular


বাংলাদেশ বিমান বাহিনী, 
ঘাঁটি বাশার 
ঢাকা সেনানিবাস 


অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি


Website: 

Circular: 19-08-2024

=============

Date & Memo/ Ref No:  
Date: 19-August-2024 (Published)

Job Circular/ Career Opportunity


অস্থায়ী রেডিওলজিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি নং- ০৩/ ২০২৪

তাং ১৯/০৮/২০২৪ খ্রিষ্টাব্দ


01. চিকিৎসা বহর, বিমান বাহিনী ঘাঁটি বাশারে নিম্নেবর্নিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।


পদের নাম:   রেডিওলজিষ্ট (মহিলা অগ্রাধিকার)

পদসংখ্যাঃ   ০১

শিক্ষাগত যোগ্যতা:  সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি/ সমমান সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/ সিনিয়র কনসালটেন্ট (ন্যূনতম ০৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন)

অথবা

অবসরপ্রাপ্ত সামরিক বর্গিত/পর্যায়িত রঞ্জনরশ্মি বিশেষজ্ঞ


বয়স:   অনূর্ধ ৬৫ বছর


বেতন স্কেল:   অসামরিক- ১,০০,০০০/-

বেতন স্কেল: অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার ক্ষেত্রে –

*অবঃ ব্রিগেঃ জেনাঃ ১,১০,০০০/- সর্বসাকুল্যে 

*অবঃ কর্ণেল ১,০০,০০০/- সর্বসাকুল্যে 

*অবঃ লেঃ কর্ণেল ৯০,০০০/- সর্বসাকুল্যে 


02. অন্যান্য সুবিধাদি: : বেসামরিক চিকিৎসকদের ক্ষেত্রে মূল বেতনের বাৎসরিক ৫% বেতন বৃদ্ধি, ৫০% বছরে দুটি উৎসব ভাতা, ২০% বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত সামরিক চিকিৎসকদের ক্ষেত্রে মূল বেতনের ৫০% বছরে দুটি উৎসব ভাতা, ২০% বৈশাখী ভাতা প্রাপ্য হবেন।


03. আবেদনের নিয়মাবলী : আগ্রহী প্রার্থীদেরকে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ (ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখপূর্বক) অধিনায়ক প্রশাসনিক শাখা বরাবর আবেদনকরতঃ চিকিৎসা বহর বিমান বাহিনী ঘাঁটি বাশার, ঢাকা সেনানিবাস এ আগামী ২৫ আগষ্ট ২৪ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।


অধিনায়ক, প্রশাসনিক শাখা

বাংলাদেশ বিমান বাহিনী, ঘাঁটি বাশার

ঢাকা সেনানিবাস




আই এস পি আর/ বিমান/ ২০২৪/

                                            ১৮/০৮/২৪


 যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের একটি বিজয়ী দলে যোগদানের জন্য নিম্নলিখিত পদ এর জন্য উল্লেখিত মানদণ্ডের ভিত্তিতে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা প্রস্তুত এবং নিম্নলিখিত পদের জন্য উপযুক্ত তারা নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে পারেন।
-----------
Website: 
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  25 August 2024

==================

Circular Published in National Dailies (*16-August-2024)


=




Post a Comment

Previous Post Next Post