Circular: 19-08-2024
=============
Job Circular/ Career Opportunity
অস্থায়ী রেডিওলজিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি নং- ০৩/ ২০২৪
তাং ১৯/০৮/২০২৪ খ্রিষ্টাব্দ
01. চিকিৎসা বহর, বিমান বাহিনী ঘাঁটি বাশারে নিম্নেবর্নিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
পদের নাম: রেডিওলজিষ্ট (মহিলা অগ্রাধিকার)
পদসংখ্যাঃ ০১
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি/ সমমান সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/ সিনিয়র কনসালটেন্ট (ন্যূনতম ০৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন)
অথবা
অবসরপ্রাপ্ত সামরিক বর্গিত/পর্যায়িত রঞ্জনরশ্মি বিশেষজ্ঞ
বয়স: অনূর্ধ ৬৫ বছর
বেতন স্কেল: অসামরিক- ১,০০,০০০/-
বেতন স্কেল: অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার ক্ষেত্রে –
*অবঃ ব্রিগেঃ জেনাঃ ১,১০,০০০/- সর্বসাকুল্যে
*অবঃ কর্ণেল ১,০০,০০০/- সর্বসাকুল্যে
*অবঃ লেঃ কর্ণেল ৯০,০০০/- সর্বসাকুল্যে
02. অন্যান্য সুবিধাদি: : বেসামরিক চিকিৎসকদের ক্ষেত্রে মূল বেতনের বাৎসরিক ৫% বেতন বৃদ্ধি, ৫০% বছরে দুটি উৎসব ভাতা, ২০% বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত সামরিক চিকিৎসকদের ক্ষেত্রে মূল বেতনের ৫০% বছরে দুটি উৎসব ভাতা, ২০% বৈশাখী ভাতা প্রাপ্য হবেন।
03. আবেদনের নিয়মাবলী : আগ্রহী প্রার্থীদেরকে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ (ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখপূর্বক) অধিনায়ক প্রশাসনিক শাখা বরাবর আবেদনকরতঃ চিকিৎসা বহর বিমান বাহিনী ঘাঁটি বাশার, ঢাকা সেনানিবাস এ আগামী ২৫ আগষ্ট ২৪ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
অধিনায়ক, প্রশাসনিক শাখা
বাংলাদেশ বিমান বাহিনী, ঘাঁটি বাশার
ঢাকা সেনানিবাস
আই এস পি আর/ বিমান/ ২০২৪/ ৪৯
১৮/০৮/২৪
Application Deadline:
25 August 2024
==================
=
Post a Comment