Department of Social Services
সমাজসেবা অধিদফতর
সমাজসেবা ভবন
প্রশাসন-২ শাখা
আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
Website: www.dss.gov.bd
Circular: 20-08-2024
=============
Date & Memo/ Ref No:
তারিখ : ১৯/০৮/২০২৪ খ্রি:
নম্বর- ৪১.০১.০০০০.০০৯.১১.০০৩.২১-১১৪৫
Date: 20-August-2024 (Published)
Notice of Extension of Application Time in Jobs
আবেদনের সময় বৃদ্ধি করণ বিজ্ঞপ্তি
*সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ১৬তম গ্রেডভুক্ত সমাজকর্মী (ইউনিয়ন) পদে জনবল নিয়োগের নিমিত্ত গত ১১/০৬/২০২৪ তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ তারিখ ছিল ১৮/০৭/২০২৪। ঐ সময়ে দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষতঃ ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে ১৮/০৭/২০১৪ তারিখের মধ্যে অনেক চাকুরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি। সে পরিপ্রেক্ষিতে সমাজকর্মী (ইউনিয়ন) পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী ২০/০৮/২০২৪ হতে ০৩/০৯/২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
১. বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবদন করতে পারবেন।
২. জনপ্রশাসন ণালয়ের ২৩/০৭/২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪.১৪১. সংখ্যক প্রজ্ঞাপন অনুসরণপূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে।
৩. ইতোপূর্বে যে সকল প্রার্থী আমন্ত্রবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ জমা প্রদান করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
মোস্তাফা মাহমুদ সারোয়ার
উপপরিচালক (প্রশাসন) ও
সদস্য সচিব
বিভাগীয় নির্বাচন কমিটি
সমাজসেবা অধিদপ্তর, ঢাকা
-----------
Website: www.dss.gov.bd
*See the Vacancy Announcement/ Job Circular Below.
Application Deadline:
03 September 2024
==================
Circular Published in National Dailies (*20-August-2024)
=
*
Post a Comment