Government of the People's Republic of Bangladesh Directorate of Seamen and Immigration Welfare
Seamans Hostel, Chittagong
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর
উপ-পরিচালকের কার্যালয়
সীম্যান্স হোস্টেল, চট্টগ্রাম
Circular: 16-08-2024
=============
NOTICE বিজ্ঞপ্তি
শিক্ষাবৃত্তির আবেদন
Scholarship Application
নৌ-বাণিজ্য জাহাজের যে সকল নাবিকদের (রেটিং) কমপক্ষে ২৪ (চব্বিশ) মাস অনুমোদিত ভয়েজ সিডিসিতে অন্তর্ভুক্ত আছে তাদের এবং মৃত, অক্ষম ও অবসরপ্রাপ্ত নাবিক সন্তান-সন্তুতি যারা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী থেকে উচ্চতর (অনার্স/ডিগ্রী, মাষ্টার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদি) শ্রেণীতে অধ্যয়নরত আছেন তাদের নিকট থেকে “সীম্যান্স এডুকেশন ট্রাষ্ট ফান্ড” এর আওতায় ২০২৪- ২০২৫ অর্থবর্ষে এককালীন শিক্ষা অনুদান প্রদানকল্পে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
**এক (০১) জন নাবিকের একজন সন্তান আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্যে ছাত্রদের ক্ষেত্রে বিগত বার্ষিক / পাবলিক পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম এবং ছাত্রীদের ক্ষেত্রে জিপিএ ২.৫০ এর কম গ্রেড প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নাই। এছাড়াও অন্য কোনো সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠান হতে আর্থিক সাহায্য প্রাপ্ত ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবেন না।
**নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের ওয়েবসাইটের (www.dsw.gov.bd অথবা www.dsw.portal.gov.bd) শিক্ষাবৃত্তির আবেদনে প্রবেশ করে আবেদনের সকল শর্ত পূরণ করে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৬০ (ষাট) দিনের মধ্যে আবেদন করতে হবে।
**বিস্তারিত তথ্যের জন্য: (ফোন নম্বর)
০২৩৩৩৩২৪৮৫৪, ০২৩৩৩৩৪০৮৫৩ ও ০২৪১৩৭০৩৩৬ ফোন নম্বরে শিক্ষার্থী ও অভিভাবকগণ যোগাযোগ করতে পারেন।
✔
(মিঠু ভৌমিক)
উপ-পরিচালক
নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর
সচিব
সীম্যান্স এডুকেশন ট্রাষ্ট
Application Deadline:
16-08-2024 to 60 Days
==================
=
Post a Comment