Land Administration Training Centre (LATC) ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্ৰ, ভূমি মন্ত্রণালয়: গবেষণা প্রস্তাব Research Proposal


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্ৰ ভূমি মন্ত্রণালয়

২৭৭/৫/এ, শহিদ জননী জাহানারা ইমাম সরণি 

নীলক্ষেত, কাটাবন ঢাল, ঢাকা-১২০৫ 


নম্বরঃ ৩১.০৪.০০০০.০০০.৯৯.০১৩.২২-০৭

তারিখ: ২০ আগস্ট, ২০২৪/ ০৫ ভাদ্র, ১৪৩১

Website: www.latc.gov.bd

Circular: 20-08-2024

=============

Date & Memo/ Ref No:  
Date: -22 August-2024 (Published)

বিজ্ঞপ্তি: Research Proposal


বিষয় : ২০২৪-২০২৫ অর্থ বছরের আওতায় গবেষণা প্রস্তাব আহ্বান


ভূমি মন্ত্রণালয়-এর অধীনস্ত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য রাজস্ব বাজেটের আওতায় নিম্নবর্ণিত শর্তানুসারে গ- শ্রেণির (ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র গবেষণা নীতিমালা, ২০২৩ অনুযায়ী) গবেষণা প্রস্তাব আহ্বান করা যাচ্ছে।


১। গবেষণা প্রস্তাব দাখিলের উল্লেখযোগ্য তথ্যাদি :

১.১। তারিখ, সময় ও স্থান:

** গবেষণা প্রস্তাব দাখিলের সর্বশেষ সময়: ২২/০৯/২০২৪ তারিখ, বিকাল ৫.০০টা।

** প্রস্তাব দাখিলের স্থান: উপ-পরিচালক (প্রশিক্ষণ), কক্ষ নং-২১০ ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ২৭৭/৫/এ, শহিদ জননী জাহানারা ইমাম সরণি, নীলক্ষেত, কাটাবন ঢাল, ঢাকা-১২০৫।

** সরাসরি ও ডাকযোগে গ্রহণযোগ্য।


১.২। গবেষণা প্রস্তাব দাখিলে অনুসরণীয়:

** ২০০০ শব্দের মধ্যে (গবেষকের CV ব্যতীত) সীমিত রাখতে হবে : 

** পৃষ্ঠার উপরে ও ফনচে ১” এবং ডানে ও বামে ১.৫” মার্জিন থাকবে।

** প্রস্তাব বাংলা ভাষায়, Nikosh, Font size 14 হবে।


১.৩। গবেষণা প্রস্তাবের জন্য নির্বাচিত ক্ষেত্রসমূহ :

i. ভূমি প্রশাসন, ভূমি ব্যবস্থাপনা ও জননীতি;

ii. ভূমি প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট আইন ও বিধি;

iii. সরকারের ভূমি বিষয়ক উন্নয়ন পরিকল্পনা;

iv. মুক্তিযুদ্ধ ও ভূমি প্রশাসন;

v. ভূমি ব্যবস্থাপনায় (বিশেষত মাঠ প্রশাসনে) জড়িত মানব সম্পদের প্রশিক্ষণ ও উন্নয়ন;

vi. ভূমি প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত সমসাময়িক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়।


১.8।  গবেষণা প্রস্তাবের কাঠামো: ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র গবেষণা নীতিমালা, ২০২৩-এর ২.৯ অনুযায়ী :

i. ভূমিকা/গবেষণা সমস্যা;

ii. গবেষণার যৌক্তিকতা;

iii. গবেষণার উদ্দেশ্য:

iv. গবেষণার পরিধি;

v. গবেষণা পদ্ধতি (বিশদ বিবরণসহ);

vi. কর্মপরিকল্পনা/সময়সীমা;

vii. বাজেট বিভাজন:

viii. গবেষণা পরিচালক/গবেষক, সহ-গবেষক (গণ)-এর জীবনবৃত্তান্ত।


গবেষণার সকল কার্যক্রম 'ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র গবেষণা নীতিমালা, ২০২৩-এ বর্ণিত নিয়মাবলী অনুসারে পরিচালিত হবে। ‘ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র গবেষণা নীতিমালা, ২০২৩' নীতিমালাটি কেন্দ্রের ওয়েবপোর্টাল (latc.gov.bd)-এ পাওয়া যাবে। 


৩। গবেষণা সম্পন্নের মোট বাজেট ভ্যাট ও আয়করসহ ৫ (পাঁচ) লক্ষ টাকার মধ্যে সীমিত রাখতে হবে এবং মনোনীত গবেষণার ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সর্বশেষ সময় ৩১/০৫/২০২৫। সে মোতাবেক গবেষণা প্রস্তাবের সাথে বাজেট বিভাজন দাখিল করতে হবে। 


8গবেষণা প্রস্তাব একক বা যৌথভাবে দাখিল করা যাবে। গবেষণায় একাধিক গবেষক জড়িত থাকলে, দলের সকল সদস্য গবেষণার অর্থ ব্যয় সংক্রান্ত সকল আর্থিক দায়-দায়িত্ব বহন করবেন।


৫। প্রাপ্ত গবেষণা প্রস্তাবসমূহ ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র গবেষণা নীতিমালা ২০২৩' অনুযায়ী যাচাই-বাছাইপূর্বক চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, গবেষণা প্রস্তাব গ্রহণ/বাতিলের সিদ্ধান্ত কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।


উম্মে হাফসা

সহকারী পরিচালক (প্রশিক্ষণ) 

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা


-----------
Website: www.latc.gov.bd
*See the Circular Below. 

Application Deadline: 

  22 September 2024

==================

Circular Published in National Dailies (*22-August-2024)


*

Post a Comment

Previous Post Next Post