NATIONAL INSTITUTEOF MASS COMMUNICATION MINISTRY OF INFORMATION & BROADCASTING
Government of the People's Republic of Bangladesh
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Circular: 19-08-2024 (Published)
=============
গবেষণা প্রস্তাব আহবান
Call for Research Proposals
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ২০২৪-২৫ অর্থবছরে নিম্নবর্ণিত ২ (দুই) টি গবেষণা কার্যক্রম পরিচালনার কাজ হাতে নিয়েছে।
1. Combating Fake News in Bangladesh : Role of Media
2. Training Need Assessment of NIMC
আগ্রহী প্রতিষ্ঠান/ব্যক্তিদের নিকট থেকে উপর্যুক্ত গবেষণা প্রস্তাব আহবান করা যাচ্ছে। গবেষণা প্রস্তাব বাংলা অথবা ইংরেজি যে কোন একটি ভার্সনে জমা দেয়া যাবে।
আগ্রহী প্রতিষ্ঠান/ ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা, গবেষণা কাজের অভিজ্ঞতা, ঠিকানা, ই-মেইল ও টেলিফোন নম্বর উল্লেখপূর্বক গবেষণা পরিচালকের ০২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং ১০ (দশ) কপি গবেষণা প্রস্তাব ১৫ই সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ঢাকা বরাবর সিলগালাযুক্ত খামে ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে। খামের ওপর অবশ্যই গবেষণার বিষয়বস্তু উল্লেখ করতে হবে। গবেষণা প্রস্তাবের ছক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.nimc.gov.bd)-এ পাওয়া যাবে।
প্রাপ্ত প্রস্তাবসমূহ মূল্যায়ন করে নির্বাচিত গবেষককে গবেষণার সুযোগ দেওয়া হবে। নির্বাচিত গবেষককে আগামী ৩০ এ এপ্রিল ২০২৫ এর মধ্যে ৫০ (পঞ্চাশ) কপি পূর্ণাঙ্গ প্রতিবেদন (বাইন্ডিং ও ছাপানোসহ) জমা দিতে হবে।
**কর্তৃপক্ষ যেকোনো প্রস্তাব গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
✔
(আইরিন সুলতানা)
১৮/৮/২০২৪
উপপরিচালক (গবেষণা)
(মহাপরিচালকের পক্ষে)
ফোন: ৫৫০৭৯৪৪৪
তারিখ: ০৩ ভাদ্র ১৪৩১/ *১৮ আগস্ট ২০২৪
Application Deadline:
15 September 2024
==================
=
Post a Comment