আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট, কুষ্টিয়া পৌরসভা: নিয়োগ বিজ্ঞপ্তি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়।
প্রকল্প বাস্তবায়ন ইউনিট
কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া।

স্মারকঃ কুপৌ/ইউপিএইচসিএসডিপি-২/পিআইইউ/২০২৪/১৩৫ 
তারিখ: ০৬/১০/২০২৪ খ্রিঃ
Website: 

Circular: 07-10-2024

=============

Date: 06/10/2024 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


 কুষ্টিয়া পৌরসভা কর্তৃক বাস্তবায়িত ও প্রকল্প বাস্তবায়ন ইউনিট পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়, পার্টনারশীপ এরিয়া-১ এ নিম্নলিখিত শর্তসাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিশ্নলিখিত পদের বিপরীতে উল্লিখিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদের নাম: প্রকল্প ব্যবস্থাণক 
পদের সংখ্যা: ০১ 
বেতন: ৬৪,৭৮৮/- (চৌষষট্টি হাজার 'সাতশত আটাশি) 
বয়স: ৩৫-৬০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 
অমবিবিএস/যে কোন বিষয়ে  মাতকোভর (এমপিএইচ অগ্রাধিকার) স্বাস্থ্য ব্যবস্থাপনায় ন্যুনতম
৭ বছরের অভিজ্ঞতা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

 শর্তাবলিঃ
১. আবেদনপত্র প্রশাসক, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া বরাবর অফিস চলাকালীন সময়ে আগামী ১৭ অক্টোবর ২০২৪ইং তারিখের মধ্যে প্রকণ্প বাস্তবায়ন ইউনিট (পিআইইউ), স্বাস্থ্য বিভাগ, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া পৌছাতে হবে। উক্ত তারিখের পর কোনভাবেই আবেদনপত্র গ্রহণ করা হবে না।
২. সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চাকরীর আবেদন ফরম এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের ফরমেটটি (https://www.kushtia.gov.bd/bn/site/revenue model job/rc9b--চাকুরীর-আবেদনের-ফরম-১৬/০৯/২০১৯) হতে ডাউনলোড করা যাবে।
৩. আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি রঙিন ছবি সত্যায়িত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সনদপত্র, ন্যাশনাল আইডি কার্ড ও নাগরিক সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। দাখিলকৃত কাগজপত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
৪. প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৫. নির্বাচিত প্রার্থী কেবলমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য (৩০ জুন ২০২৫) সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের বিধি মোতাবেক সাকুল্যে বেতনে নিয়োগ প্রাপ্ত হবেন। নিয়োগপত্রই প্রবন্ধ সমাপ্তি শেষে চাকুরী হতে অব্যাহতিপত্র হিসেবে গণ্য হবে।
৬. চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৭. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
৮. শুধুমাত্র বৈধ প্রার্থীদের লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
৯. নির্বাচনী পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০. কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করতে পারবেন।
১১. নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।


(মোছাঃ শারমিন আখতার)
প্রশাসক
কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া
সভাপতি, নিয়োগ কমিটি, পিএ-১,
'ইউপিএইচসিএসডিপি-২, কুষ্টিয়া পৌরসভা।

 
নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে নিয়ম ও পদ্ধতি অনুযায়ী নিয়মিত বেতন স্কেলে প্রদেয় ও অন্যান্য ভাতায় দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
⇨ যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের একটি বিজয়ী দলে যোগদানের নিমিত্তে বর্ণিত পদের জন্য উল্লেখিত মানদণ্ডের ভিত্তিতে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। যারা নিচের পদের জন্য প্রস্তুত এবং উপযুক্ত তারা নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
-----------
Website: 
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  17-10-2024

==================

Circular Published in National Dailies 
*

Post a Comment

Previous Post Next Post