ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
প্লট নং#২৩-২৬, রোড নং#৪৬, গুলশান-২, ঢাকা
Website: www.dncc.gov.bd
Circular: 06-18-2024
=============
Ref No: নং-৪৬.১০,০০০০.০০৪.১২.০৮৫.২০-৪২৩
তারিখ: ০৬ অক্টোবর ২০২৪
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার বিভাগের বিগত ০৩ জুন ২০২৪ খ্রিঃ তারিখের ৪৬.১০.০০০০.০৭০,১১.০০২.২১-৫৮০ নম্বর স্মারকমূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পেরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে সরাসরি নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, বয়স ও শর্তাবলী অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
Position & No. of Vacancies:
১. ব্যক্তিগত সহকারী (Personal Assistant)
পদের সংখ্যা: ০৮ (আট) টি
বয়সসীমা: ৩০ বৎসর
বেতন স্কেল (২০১৫)
১১০০০- ২৬৫৯০/- (১৩ গ্রেড)
নিয়োগ যোগ্যতা
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং
(খ) মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ (বিশ) শব্ এবং ইংরেজিতে ২০ (বিশ) শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum Computer Typist)
পদের সংখ্যা: ১০০ (একশত) টি
বয়সসীমা: ৩০ বৎসর
বেতন স্কেল (২০১৫)
৯৩০০- ২২৪৯০/- (১৬ গ্রেড)
নিয়োগ যোগ্যতা
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ (বিশ) শব্দ এবং ইংরেজিতে ২০ (বিশ) শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
৩. হিসাব সহকারী (Accounts Assistant)
পদের সংখ্যা: ৫০ (পঞ্চাশ) টি
বয়সসীমা: ৩০ বৎসর
বেতন স্কেল (২০১৫)
৯৩০০- ২২৪৯০/- (১৬ গ্রেড)
নিয়োগ যোগ্যতা
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুস্মণ করতে হবে:
১. ৩১/১০/২০২৪খ্রিঃ তারিখে প্রার্থীর বয়সসীমা ছকে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে। মূল অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
৩. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dncc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১০/১০/২০২৪খ্রিঃ, সকাল ১০.০০টা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১/১০/২০২৪খ্রিঃ, বিকাল ৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × গ্রন্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন উক্ত Applicant's Copy প্রার্থী download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে User ID নম্বর লেখা থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre- Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে বিজ্ঞপ্তির ২নং কলামের ১ হতে ৩নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা এবং সার্ভিস চার্জ ২৩/- (তেইশ) টাকা (ভ্যাটসহ) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।
প্রথম SMS: DNCC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DNCC<space>ABCDEF
Reply: আবেদনকারীর নাম, টাকা- 223 আবেদন ফি হিসাবে চার্জ করা হবে। আপনার পিন হল 12345678। ফি দিতে DNCC<space>yes<space> পিন লিখে পাঠান 16222 পর্যন্ত।
দ্বিতীয় SMS: DNCC <space>yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DNCC হ্যাঁ 12345678
Reply: অভিনন্দন আবেদনকারীর নাম, অর্থ প্রদান সম্পূর্ণ
পোস্টের জন্য DNCC আবেদনের জন্য সফলভাবে...........ব্যবহারকারী আইডি (ABCDEF) এবং পাসওয়ার্ড (xxxxxxxxxx)।
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dncc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন;
জ. শুধুমাত্র টেল্টিক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) ইউজার আইডি জানান <ডিএনসিসি <স্পেস>হেল্প<স্পেস>ইউজার<স্পেস>ইউজার আইডি এবং 16222 নম্বরে পাঠান।
উদাহরণ: DNCC Help User ABCDEF এবং 16222 এ পাঠান
(ii) পিন নম্বর জানান + DNCC <space> Help <space> PIN <space> PIN নম্বর & পাঠান 16222 নম্বরে।
উদাহরণ: DNCC Help PIN 12345678 এবং পাঠান 16222 নম্বরে
ঝ. Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে Teletalk নম্বর থেকে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।
৪. প্রার্থীর যোগ্যতা যাচাই: (ক) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কান্জপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে বা বিজ্ঞপ্তিতে চাওয়া যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোন তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা নিয়োগের যেকোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং ১-৬) পর্যন্ত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
১. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
২. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।
৩. কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ/প্রমাণপত্র।
৪. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
৫. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি। ৬. Online-এ পূরণকৃত ছবিসহ আবেদনপত্রের কপি (Applicant's copy)
৬. পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ডিএনসিসি'র ওয়েবসাইটে পাওয়া যাবে। ৬. নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৭. নিয়োগে সরকারের সর্বশেষ বিধি-বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৮. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৯. আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তির ২নং কলামের ১ হতে ৩নং পদের জন্য পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ (ভ্যাটসহ) বাবদ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা Teletalk pre-paid mobile ব্যবহার করে প্রদান করতে হবে।
১০. লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১১. উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
✓
মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক
সচিব (যুগ্মসচিব)
ফোন-৮৮৩৪৯৩০
secretary@dncc.gov.bd
নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে নিয়ম ও পদ্ধতি অনুযায়ী নিয়মিত বেতন স্কেলে প্রদেয় ও অন্যান্য ভাতায় দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
⇨ যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের একটি বিজয়ী দলে যোগদানের নিমিত্তে বর্ণিত পদের জন্য উল্লেখিত মানদণ্ডের ভিত্তিতে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। যারা নিচের পদের জন্য প্রস্তুত এবং উপযুক্ত তারা নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
-----------
Website:
*See the Vacancy Announcement/ Job Circular Below.
Application Deadline:
31/10/2024
==================
Circular Published in National Dailies
*
Post a Comment