হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।
Website:
Circular: 10-10-2024
=============
Date & Memo/ Ref No:
Date: -10-10-2024 (Published)
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
• যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি/সমমান পাশ হতে হবে।
• অভিজ্ঞ ও বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
• আবেদনকারীকে আদর্শবান ও সৎ চরিত্রের অধিকারী ও কাজের প্রতি দায়িত্ববোধ তথা পেশাগত দক্ষতা সম্পন্ন হতে হবে।
---
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নম্র ওয়ার্ডে (বড়বনগ্রাম কুচপাড়া), রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ খ্রিষ্টান ক্যাথলিক মিশনারি হলি ক্রস ব্রাদারগণ কর্তৃক পরিচালিত হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে নিম্ন উল্লেখিত পদে ও শর্তাবলী অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
Position & No. of Vacancies:
পদের বিবরণ
১) পদের নাম: মাধ্যমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক (পুরুষ/মহিলা)
বয়স: ৩২ বছর (৩০/৯/২০২৩ খ্রিস্টাব্দ অনুযায়ী) তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন: আলোচনা সাপেক্ষে
মাধমিক পদ সংখ্যা: ১০
বাংলা-০১, ইংরেজি-০১, সামাজিক বিজ্ঞান-১, পদার্থ বিজ্ঞান-০১, রসায়ন বিজ্ঞান-০১, জীব বিজ্ঞান-০১, হিসাব বিজ্ঞান-০১, আইসিটি-০১, ইসলাম ধর্ম-০১, ফাইন আর্টস-০১
২) প্রাক্-প্রাথমিক/প্রাথমিক পদেন সংখ্যা: ০২ জন
===
আবেদনের শর্তাবলী
১. ক) প্রার্থীর নাম খ) পদের নাম গ) পিতার নাম ঘ) মাতার নাম ঙ) স্বামী/স্ত্রীর নাম চ) বর্তমান ঠিকানা/যোগাযোগের ঠিকানা ছ) স্থায়ী ঠিকানা জ) শিক্ষাগত যোগ্যতা ঝ) জন্ম তারিখ ঞ) ধর্ম ট) জাতীয়তা ঠ) মোবাইল নম্বরসহ নিম্নস্বাক্ষরকারী বরাবরে আবেদন করতে হবে।
২. আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চাকুরীর অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি (যদি থাকে) ও সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
৩. লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাচাই করা হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।
৪. চাকুরীরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র সংযোজন করে আবেদন করতে হবে।
৫. কেবল মাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত (Short-listed) প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
৬. ব্যক্তিগত যোগাযোগকারী বা সুপারিশকৃত প্রার্থীগণ সংশ্লিষ্ট পদের অযোগ্য বলে বিবেচিত হবেন।
৭. আবেদনপত্র আগামী ২০/১০/২০২৪ খ্রিস্টাব্দের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় স্বশরীরে/বাহকের মাধ্যমে/ডাকযোগে পৌঁছাতে হবে/প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানায়ও আবেদন পাঠানো যাবে।
৮. চারিত্রক স্খলন বা মাদকদ্রব্য সেবনকারীদের আবেদন করার প্রয়োজন নাই। রাজনীতিতে জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই।
৯. ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদন পত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল হবে।
১০. এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কারণ দর্শানো ব্যতীত পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১১. প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করেন।
✔
অধ্যক্ষ
হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।
বড়বনগ্রাম (কুচপাড়া), ওয়ার্ড-১৭, বোয়ালিয়া, শাহমখদুম, রাজশাহী
ই-মেইল: holycrosssc2022@gmail.com মোবাইল: ০১৬১০-৬৭৭৯৭৪
-----------
Website:
*See the Vacancy Announcement/ Job Circular Below.
Application Deadline:
20/10/2024
==================
Circular Published in National Dailies (*10-10-2024)
*
Post a Comment