মানবতার নবী মুহাম্মাদ সা. - সাঊদ আলম কাসেমী


মানবতার নবী মুহাম্মাদ সা.
প্রফেসর মুহাম্মাদ সাঊদ আলম কাসেমী 
বিভাগীয় প্রধান ইসলামী শিক্ষা বিভাগ 
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারত


অনুবাদ মোহাম্মাদ আনোয়ার হোসাইন



রাসূল আল্লাহর প্রেরিত, তার থেকে পথ নির্দেশ প্রাপ্ত তারই প্রতিনিধি. রাসুল মানবসমাজকে সম্মোধন করেন (Addressing Human Society), এবং দায়িত্ববোধ এর বিষয়বস্তু হিসেবে মানব সমাজ কেন্দ্রিক কার্য পরিচালনা করেন
মানব সমাজে মানুষের সাথেই বসবাস করেন সমাজবদ্ধ জীবন যাপন করেন এবং মানবিক উদ্যোগ উদ্যোগ গ্রহণ ও উদ্যোগ সমূহে অংশগ্রহণ করে থাকেন, তারা মানুষের দুঃখ বেদনায় শরিক হন, তাদের সমস্যা সমূহ সমাধান করেন, সহানুভূতি প্রকাশ করেন, জনগণকে শিক্ষা দীক্ষা প্রদান করেন তাদেরকে পুত-পবিত্র করেন এবং তাদের উন্নত করণ ও চরিত্র বিনির্মাণের পথ সুগম করেন

এ রাসুল একদিকে যেমন আল্লাহর সাথে গভীর ও মজবুত সম্পর্ক রাখেন অপরদিকে মানুষের সাথেও অটুট ও খোলামেলা সম্পর্ক রাখেন, রিসালাতের দায়িত্বের এটি একটি মৌলিক দিক আর এটিই রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর কাজ এ কারণেই মুশরিকরা যখন প্রশ্ন তুলল, - তোমাদের হেদায়েতের জন্য কেন মানুষ পাঠানো হলো, কোন ফেরেশতাকে কেন রাসুল করে পাঠানো হলো না?

এর জবাবে আল্লাহ তা'আলা বলেন-
قُل لَّوْ كَانَ فِي الأَرْضِ مَلآئِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِم مِّنَ السَّمَاء مَلَكًا رَّسُولاً
বলুনঃ যদি পৃথিবীতে ফেরেশতারা স্বচ্ছন্দে বিচরণ করত, তবে আমি আকাশ থেকে কোন ফেরেশতাকেই তাদের নিকট পয়গাম্বর করে প্রেরণ করতাম।

(হে নবী) বলুন, যদি পৃথিবীতে ফেরেশতা চলাফেরা ও বসবাস করত, তাহলে অবশ্যই আমি তাদের হেদায়েতের জন্য আকাশ থেকে কোন ফেরেশতাকে রাসূল বানিয়ে পাঠাতাম. (সূরা 17 বনী ইসরাঈল, আয়াত 93)


Post a Comment

Previous Post Next Post