Online Job Portal Begins the Journey- bdesh.bdjobs.com, বিদেশ জবস এর যাত্রা

অনলাইন জব পোর্টাল বিদেশ জবস এর যাত্রা শুরু 

bdesh.bdjobs.com Online Job Portal 
Begins the Journey 






বিদেশে চাকরি খোঁজার নিরাপদ মাধ্যম হিসেবে অনলাইন জব পোর্টাল এর যাত্রা শুরু হয়েছে, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস এর মাধ্যমে চাকরির জন্য বিদেশ যেতে ইচ্ছুক ইচ্ছুক কর্মীরা আবেদন করতে পারবেন, গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এ সেবার উদ্বোধন করা হয়,

জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান- 
1. ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আই ও এম,
2. জব পোর্টাল  বিডি জবস, যৌথভাবে এ ** ওয়েবসাইট ** মোবাইল অ্যাপটি তৈরি করেছে,

আর সার্বিক তত্ত্বাবধানে ছিল 
* প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও
* ব্যুরো অফ ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং- বি এম ই টি,

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
*আই ও এম এর ডেপুটি মিশন প্রধান শ্যারন ডিমাইনশ,
*প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরিন জাহান,
*বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা,
*বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা-র এর মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান
*বিডি জবস এর নিবার্হী ফাহিম মাসরুর প্রমুখ

জব সাইটের ওয়েব পোর্টাল এ প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন



Post a Comment

Previous Post Next Post