অনলাইন জব পোর্টাল বিদেশ জবস এর যাত্রা শুরু
বিদেশে চাকরি খোঁজার নিরাপদ মাধ্যম হিসেবে অনলাইন জব পোর্টাল এর যাত্রা শুরু হয়েছে, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস এর মাধ্যমে চাকরির জন্য বিদেশ যেতে ইচ্ছুক ইচ্ছুক কর্মীরা আবেদন করতে পারবেন, গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এ সেবার উদ্বোধন করা হয়,
জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান-
1. ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আই ও এম,
2. জব পোর্টাল বিডি জবস, যৌথভাবে এ ** ওয়েবসাইট ও ** মোবাইল অ্যাপটি তৈরি করেছে,
আর সার্বিক তত্ত্বাবধানে ছিল
* প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও
* ব্যুরো অফ ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং- বি এম ই টি,
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
*আই ও এম এর ডেপুটি মিশন প্রধান শ্যারন ডিমাইনশ,
*প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরিন জাহান,
*বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা,
*বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা-র এর মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান
*বিডি জবস এর নিবার্হী ফাহিম মাসরুর প্রমুখ
জব সাইটের ওয়েব পোর্টাল এ প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন
Post a Comment