দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কালবৈশাখী তে নৌ-মন্ত্রণালয়ের সকলের প্রতি সচেতনতা


দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কালবৈশাখী তে 
নৌ-মন্ত্রণালয়ের সকলের প্রতি সচেতনতা

সকলের প্রতি সচেতনতা

যাত্রী সাধারণের প্রতি
* অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে চড়বেন না
* লঞ্চের ছাদে চড়বেন না
* দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লঞ্চ-ভ্রমণ করবেন না
* শৃঙ্খলা বজায় রেখে লঞ্চে উঠুন এবং নামুন
* তাড়াহুড়া করবেন না 
* ঝড় দেখা দিলে জায়গায় দাঁড়িয়ে পড়ুন, ছোটাছুটি করবেন না

মাস্টার চালকদের প্রতি
* আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন
* বসার স্থানে মালামাল তুলবেন না
* বৈধ কাগজপত্র সঙ্গে রাখুন
* জীবন রক্ষাকারী সরঞ্জামাদি লঞ্চে রাখুন
* জীবন রক্ষাকারী সরঞ্জামাদি যাত্রীদের নাগালে রাখুন
* যাত্রার পূর্বে ইঞ্জিন টেস্ট, সার্চলাইট, নেভিগেশন বাতি ও হর্ন চেক করুন
* পুরোপুরি বিপদ মুক্ত হওয়ার আগ পর্যন্ত বন্দর ত্যাগ করবেন না
* আশঙ্কা দেখা দিলে বিআইডব্লিউটি এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সাথে যোগাযোগ রাখুন
* আশঙ্কা দেখা দিলে পূর্বেই নিকটবর্তী ঘাট/বন্দর/নিরাপদ স্থানে যান সরিয়ে নিন
* ঘাটে ভিড়া ও ছাড়ার সময় সতর্কতা এবং ধীরগতি অবলম্বন করুন
* লঞ্চে লঞ্চে প্রতিযোগিতা করবেন না
* লঞ্চে নিয়মিত মোবাইল, রেডিও, টেলিভিশনে আবহাওয়া বার্তা শুনুন
* যাত্রীদেরকে শৃংখল রাখা এবং ছাদ ব্যবহারে বিরত রাখুন
* আকাশের উত্তর দিকে, পশ্চিম দিকে, অথবা উত্তর-পশ্চিম দিকে কালো মেঘ দেখা দিলে, ঠান্ডা বাতাস ছুটলে, বাতাস বন্ধ হয়ে গেলে ঝড়ের আশঙ্কা থাকে- এ ব্যাপারে সতর্ক থাকুন

মালিকদের প্রতি
* উপযুক্ত গ্রেডের নির্ধারিত সংখ্যক মাস্টার/সারেং নিয়োগ করুন
* লঞ্চে মোবাইল ফোন, রেডিও ও টেলিভিশন সরবরাহ নিশ্চিত করুন
* দুই পাশের ভারী পর্দা ও রশি অপসারণ করে বাতাস প্রবাহ ঠিক রাখুন 
* দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লঞ্চ চলাচল স্থগিত রাখুন 
* মাস্টার ব্রিজে অবাধ চলাচল স্থায়ীভাবে বন্ধ রাখুন

চলাচল ও রাতে চলাচল সম্পর্কিত নির্দেশনা
** উপযুক্ত নির্দেশনা মেনে কেবল বৈধ সার্ভে সনদধারী নৌযান উপযুক্ত মাস্টার/ড্রাইভার ও উপযুক্ত নেভিগেশনাল বাতি দ্বারা সজ্জিত হয়ে রাতে চলাচল করবে

** বালুবাহী, মাটিবাহী, বাহী নৌযান/ট্রলার, ড্রেজার, ইঞ্জিন চালিত নৌকার রাতে চলাচল নিষিদ্ধ করা হলো, এসকল নৌযান কেবলমাত্র দিনে অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলাচল করতে পারবে 

Post a Comment

Previous Post Next Post