RISDA রিসডা-বাংলাদেশ
রিসডা-বাংলাদেশ, জাতীয় পর্যায়ের একটি উন্নয়নমূলক সংস্থা যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বণ কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য, সৌর বিদ্যুৎ, দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মসূচি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহয়তা কর্মসূচিসহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন মুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকা, ফরিদপুর ও কক্সবাজার এ অবস্থিত 'রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি'-তে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্বর্ণিত পদে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
* প্রার্থীদের আগামী ১০ নভেম্বর ২০১৯ তারিখের মধ্যে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র নম্বর, অভিজ্ঞতা, ২ জন পরিচয় প্রদানকারীর (আত্মীয় নন এমন ব্যক্তি) নাম এবং মোবাইল নম্বর, আবেদন পত্রের খামের উপর নিজ জেলা ও পদের নাম উল্লেখসহ উপ-পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন, “রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি' ২৬/২, ব্লক-সি, কালিয়াকৈর, বিরুলিয়া, সাভার, ঢাকা বরাবরে প্রেরণ করতে হবে।
* উল্লেখিত পদের জন্য মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বছরে ২টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, যাতায়াত ভাতা, কর্মী কল্যাণ তহবিল সুবিধা ।
আবেদন পত্রের সাথে পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগতযোগ্যতা সনদের কপি, ২ কপি পাসপে্টি সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) জমা দিতে হবে।
** নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
Post a Comment