RISDA Job Circular

RISDA রিসডা-বাংলাদেশ

রিসডা-বাংলাদেশ, জাতীয় পর্যায়ের একটি উন্নয়নমূলক সংস্থা যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বণ কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য, সৌর বিদ্যুৎ, দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মসূচি, রোহিঙ্গাদের জন্য মানবিক য়তা কর্মসূচিসহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন মুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকা, ফরিদপুর ও কক্সবাজার এ অবস্থিত 'রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি'-তে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্বর্ণিত পদে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ


* প্রার্থীদের আগামী ১০ নভেম্বর ২০১৯ তারিখের মধ্যে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র নম্বর, অভিজ্ঞতা, ২ জন পরিচয় প্রদানকারীর (আত্মীয় নন এমন ব্যক্তি) নাম এবং মোবাইল নম্বর, আবেদন পত্রের খামের উপর নিজ জেলা ও পদের নাম উল্লেখসহ উপ-পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন, “রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি' ২৬/২, ব্লক-সি, কালিয়াকৈর, বিরুলিয়া, সাভার, ঢাকা বরাবরে প্রেরণ করতে হবে। 

* উল্লেখিত পদের জন্য মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বছরে ২টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, যাতায়াত ভাতা, কর্মী কল্যাণ তহবিল সুবিধা 

আবেদন পত্রের সাথে পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগতযোগ্যতা সনদের কপি, ২ কপি পাসপে্টি সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) জমা দিতে হবে।


** নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

Post a Comment

Previous Post Next Post