Alternative Medical Care (AMC) Directorate of Health || Notice of Time Extension ||



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি)
স্বাস্থ্য অধিদপ্তর
মহাখালী, ঢাকা

স্মারক নং- স্বাঃ অধি//এএমসি/কর্মকর্তা নিয়োগ নথি/২০১৯/৪৪৩০
তারিখঃ ৩১/১০/১৯ ইং

Alternative Medical Care (AMC)  Directorate of Health 
|| Notice of Time Extension ||
4th HPNSP অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) অপারেশনাল প্রানের ১৪৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের 
সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি 

মহামান্য হাইকোর্টের রীট মামলা নং ৯৮০২/২০১৯ এর প্রেক্ষিতে ০৪/০৯/২০১৯ খিঃ তারিখে ২ মাসের স্থগিতাদেশ প্রদান করেন। অপরদিকে গত ০১/১০/২০১৯ মহামান্য সুপ্রীম কোর্টে লীভ টু আপীল ২৭৯০/২০১৯ এর রায়ের প্রেক্ষিতে গত ১৮/০৮/২০১৯ খিঃ তারিখের দৈনিক সমকাল এবং দৈনিক অবজারভার পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্ত অপরিবর্তিত রেখে আগামী ০৫/১১/২০১৯ খিঃ তারিখ সকাল ১০:০০ টা থেকে ১১/১১/২০১৯ থিঃ তারিখ বিকাল ৫:০০ টা পর্যস্ত আবেদনের সময়সীমা বর্ধিত করা হ'ল । আগ্রহী প্রার্থীদেরকে http://ldamc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ১১/১১/২০১৯ ইং তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হ'ল।

উল্লেখ্য যে, পূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।


(ডাঃ মোঃ হাবিবুর রহমান)
স্বাস্থ্য অধিদণ্ডর, মহাখালী, ঢাকা
ফোনঃ ০২-৫৮৮১২১৩৪

Post a Comment

Previous Post Next Post