গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার শাখা, নড়াইল জেলা
স্মারক নং-০৫.৪৪.৬৫০০.৬০২.১৩.০০৩-১৯,.৩৩১
তারিখ; ৩১/১০/২০১৯ খ্রি.
নিয়োগ বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার বিভাগের ইউপি-২ শাখার ০৭ জুলাই ২০১৯ তারিখের ৪৬.০০.০০০০.০১৮. ০৪.০০১.১৭-২৩৪ নম্বর স্মারক, ০৮ জুলাই ২০১৯ তারিখের ৪৬.০০.০০০০.০১৮. ০৪.০০১.১৭-২৩৫ নম্বর স্মারক এবং ৭ অক্টোবর ২০১৯ তারিখের ৪৬.০০-০০০০.০১৮. ০৪.০০১-১৭-৪৩৫ নম্বর স্মারক মূলে ছাড়পত্রের প্রেক্ষিতে নড়াইল জেলাধীন ৩৯টি ইউনিয়ন পরিষদে “হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর পদে (নতুন সৃষ্ট) লোক নিয়োগের নিমিত্ত শর্ত সাপেক্ষে নড়াইল জেলার স্থায়ী বাসিন্সাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আহবান করা যাচেছ।
হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর
পদ- ৩৯টি (নতুন সৃষ্ট)
** প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নড়াইলের বাসিন্দা হতে হবে ।
** প্রার্থীর বয়সসীমা আবেদনপত্র জমার শেষ তারিখে (০১/১২/২০১৯ খ্রি. তারিখে) ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে ).
** আগ্রহী প্রার্থীদেরকে চাকরির নির্ধারিত আবেদন ফরম জেলা প্রশাসক, নড়াইল বরাবরে লিখিত আবেদনপত্রটি আগামী ০১/১২/২০১৯ খ্রি, তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযোগে (পোস্ট) জেলা প্রশাসক, নড়াইলে পৌঁছাতে হবে । সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না । আবেদনপত্রের নমুনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট টু আপীল মামলা অথবা নড়াইল জেলার ওয়েব পোর্টাল হতে ডাউনলোড করা যাবে । এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা হতেও আবেদন ফরম সংগ্রহ করা যাবে । এছাড়া নড়াইল জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে ।
Post a Comment