Job Test Suspended and Time extended: Ministry of Planning, Rajshahi Medical, Nursing & Midwifery Nurse



-----------------------
Job Test Suspended and Time extended

  1. Ministry of Planning, Planning Department
  2. Rajshahi Medical University
  3. Nursing & Midwifery- Senior Staff Nurse: Time extension
================


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Ministry of Planning, Planning Department
পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ
প্রশাসন অধিশাখা-৩
শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭


নং- ২০.০০.০০০০.৩০৪.১১.০৪৮.১৯.১৩১
তারিখ- ১০ চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ/ ২৪ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ


নিয়োগ পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিকল্পনা বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণির নিম্নবর্ণিত ০৮ ক্যাটাগরির -
(১) হিসাবরক্ষক
(২) সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
(৩) ক্যাশিয়ার
(8) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
(৫) ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর
(৬) ট্রেসার
(৭) সর্টার
(৮) অফিস সহায়ক

সর্বমোট ৫০টি শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত বিগত ১৫/১১/২০১৯ তারিখ “দি ডেইলি অবজারভার” এবং ১৬/১১/২০১৯ তারিখে “দৈনিক যুগান্তর" পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

উক্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রাপ্ত বৈধ আবেদনকারী প্রার্থীগণের আগামী ০৩/০৪/২০২০ খিঃ তারিখের অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্ধ কারণবশতঃ স্থগিত করা হলো।


লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জাতীয় পত্রিকা এবং পরিকল্পনা বিভাগের ওয়েবসাইটের (www.plandiv.gov.bd) মাধ্যমে জানানো হবে।

ড. মোহাম্মদ রুহুল আমীন
উপসচিব
প্রশাসন অধিশাখা-৩
সদস্য সচিব
পরিকল্পনা বিভাগ, ঢাকা।
Circular-
===============================


Rajshahi Medical University
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
অস্থারী কার্যালয়ঃ 
বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টার (ডিসিইসি ভবন)
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
রাজশাহী-৬০০০, ফোনঃ ০৭২১-৭৭৩৪৫৩
ঢাকা লিয়াজৌ অফিসঃ
বাসা নংঃ ৯, রোড নংঃ ৩, রকঃ এ
নবোদয় হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭


স্মারক নংঃ রামেবি/প্রশা./নি.বা./৯১(১)/২০১৯/৫১৯
তারিখঃ 24/03/2020

বিজ্ঞপ্তি

সংশিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৩ এপ্রিল, ২০২০খিঃ তারিখে অনুষ্ঠিতব্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিও (ব্যক্তিগত কর্মকর্তা) এবং সেকশন অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা পূর্বক স্থগিত করা হ'ল।

পরিবর্তিত তারিখ এবং সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে,

অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের
রেজিস্ট্রার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
Circular-

==============================
Government of the People's Republic of Bangladesh
Bangladesh Public Service Commission Secretariat
Agargaon Sher-e-Bangla Nagar, Dhaka-1207
============
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়
আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭

তারিখ- 25-03-2020


Nursing and Midwifery- Senior Staff Nurse: 
Date extension for registration

নার্সিং ও মিডওয়াইফারি- সিনিয়র স্টাফ নার্স: 
রেজিস্ট্রেশনের তারিখ বর্ধিতকরণ

বিজ্ঞপ্তি/ Notice


বিষয়ঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ২৯.০৪.২০২০ তারিখ পর্যন্ত বর্ধিতকরণ।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১০ম গ্রেডের সিনিয়র স্টাফ নার্স পদে সরাসরি নিয়োগের জন্য গত ০১.০৩.২০২০ তারিখে ৮০.০০.০০০০,৩০১.০৭৩.০১.২০২০-৩২ নম্বর স্মারকের মাধ্যমে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির (বিজ্ঞপ্তি নম্বর-০১)/২০২০) পরিপ্রেক্ষিতে অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৯.০৩.২০২০ থেকে ২৯.০৪.২০২০ তারিখ, সন্ধ্যা-৬.০০ টা পর্যন্ত বর্ধিত করা হলো। 




প্রার্থীগণ ০৪.০৫.২০২০ তারিখ, সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমাদান করতে পারবেন। বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত/তথ্যাদি অপরিবর্তিত থাকবে।

[মোঃ নজরুল ইসলাম]
পরীক্ষা নিয়ন্ত্রক [নন-ক্যাডার]
Circular-

 









Post a Comment

Previous Post Next Post