MBBS Admission 2019-2020: Fourth-Time Migration and Waiting List


Government of the People's Republic of Bangladesh
Department of Health Education
MBBS এমবিবিএস 2018-2019 প্রথমবার মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট থেকে ভর্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
মহাখালী, ঢাকা-১২১২

স্মারক নং
তারিখ: 24-03-2020 খ্রিঃ


এমবিবিএস ভর্তি 2019-2020: চতুর্থ-বারের মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা

Admission In MBBS Courses at Government Medical Colleges: Academic Year 2019-2020: Fourth-Time Migration and Waiting List

বিষয়- ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ সমূহে এমবিবিএস কোর্সে ৪ৰ্থ দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি প্রসঙ্গে।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষায় প্রকাশিত ফলাফলের ভিত্তিতে গত ০৫-০২-২০২০ খ্রিঃ এর মধ্যে ভর্তি না হওয়ায় এবং ইতোমধ্যে ভর্তি বাতিল করায় শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ৪র্থ দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং সরকারী মেডিকেল কলেজসমূহে অপেক্ষমাণ তালিকা হতে সর্বমোট = ২৯ (উনত্রিশ) জনকে ভর্তির জন্য মনোনীত করা হলো।


মেধা, পছন্দ এবং আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে।

1 Comments

  1. medical 2019-2020 এর 5th migration হবে?

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post