Hospital and Clinic Branch, Department of Health: Schedule of Health Examination of BCS Cadres


Government of the People's Republic of Bangladesh
Hospital and Clinic Branch
Department of Health

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হাসপাতাল ও ক্লিনিক শাখা
স্বাস্থ্য অধিদপ্তর
মহাখালী, ঢাকা

------------------------------------------------
স্মারক নং-স্বা'অধি:/হাস:/মে:বোর্ড/৩৮তম বিসিএস/২০২০/১০৪০
তারিখ: ২৭-০৮-২০২০ খ্রি.


বিষয়: ৩৮তম বিসিএস পরীক্ষা- ২০১৭ এর ফলাফলের ভিত্তিতে বিসিএস এর বিভিন্ন ক্যাডারের সাময়িকভাবে মনোনীত ২২০৪ জন প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সসূচী

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ৩৮তম বিসিএস পরীক্ষা- ২০১৭ এর ফলাফলের ভিত্তিতে বিসিএস এর বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে মনোনীত ২২০৪ জন প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গঠিত সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের সম্মুখে উপস্থিত হইতে হইবে।


----

Post a Comment

Previous Post Next Post