National Institute of Local Government (NILG): Career Opportunity


National Institute of Local Government (NILG)
.
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)
২৯, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭

------------------------------
নং- ৪৬.০১৮.০০০০.০০১.০৩.০০১.২০১৪-৩৯
তারিখ : ১৩-০৮-২০২০ খ্রি.

নিয়োগ বিজ্ঞপ্তি/ Job Circular

স্থানীয় সরকার বিভাগের অধীন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর নিম্নবর্ণিত স্থায়ী রাজস্ব খাতের শূন্য পদসমূহে নিয়োগের নিমিত্তে পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য, গত ১৭-০৭-২০১৯ তারিখ ৪৬.০১৮.০০০০.০০১.০৩.০০১.২০১৪-২৬ নং স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই চলাকালীন ২৪-০৯-২০১৯ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা হতে 'মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯', নামে প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত বিধিমালার আলোকে ক্রমিক ৪, ৬ ও ৭ নং পদে এবং 'জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি প্রবিধানমালা, ২০০০' এর আলোকে ক্রমিক ১, ২, ৩ ও ৫ নং পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত গৃহীত হয়। সে মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। গত ১৭-০৭-২০১৯ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন; তাদেরকে অত্র নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুসারে পুনরায় আবেদন করতে হবে।
===
* গবেষণা কর্মকর্তা (03 টি)
* সহকারী গবেষণা কর্মকর্তা (02 টি)
* কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট (01 টি)
* সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (03 টি)
* টেলিফোন অপারেটর (01 টি)
* অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (01 টি)
* অফিস সহায়ক (01 টি)

শর্তাবলী :
** প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার ২৯.১২.২০১৪ খ্রি. তারিখের ০৫.১১০.০০০.০০.০০.০৮৯.১৪-০১ নং স্মারকে প্রণীত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।আবেদন ফরম এ কার্যালয়ের সংস্থাপন শাখা এবং  www.mopa.gov.bdwww.nilg.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফরম স্ব-হস্তে পূরণ করতে হবে।

** দরখাস্ত আগামী ১৪-০৯-২০২০ খ্রি, তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে মহাপরিচালক, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ২৯, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭-এর কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোন দরখাস্ত গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ তারিখ: 14 সেপ্টেম্বর 2020

বিস্তারিত জানতে পত্রিকায় প্রকাশিত সার্কুলার দেখুন


-----

Post a Comment

Previous Post Next Post