Padma Oil Company Limited, Bangladesh Petroleum Corporation: Vacancy Announcement


Padma Oil Company Limited
(A subsidiary of Bangladesh Petroleum Corporation)
পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড
(বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান)



সুত্রঃ ২৮.২২.০০০০.৭০০.১১.০০৬.২০/৪৮৮
তারিখ: ১৩/০৮/২০২০

নিয়োগ বিজ্ঞপ্তি/ Job Circular
Career Opportunity: Vacancy Announcement


পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এর নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন “কনস্ট্রাকশন অব হেড অফিস বিল্ডিং অব পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড” শীর্ষক প্রকল্পের অধীনে নিম্নোক্ত পদে চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছেঃ

কনস্ট্রাকশন সিভিল ইঞ্জিনিয়ার/ Construction Civil Engineer
শূন্য পদ- 01 (এক)টি 

** আগামী ৬ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানায় আবেদন-

উপ-মহাবাবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন)
পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড,
পদ্মা ভবন, স্ট্র্যান্ড রোড, সদরঘাট, চট্টগ্রাম- ৪০০০
ই-মেইল: dgm_pa@pocl.gov.bd

** আবেদনপত্রের একটি কপি ই-মেইলে প্রেরণ করা যাবে। তবে মূল আবেদনপত্র ডাকযোগে যথাসময়ে উল্লিখিত ঠিকানায় পৌঁছাতে হবে ।

** এ নিয়োগ বিজ্ঞপ্তিটি পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের ওয়েবসাইট www.pocl.gov.bd এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ওয়েবসাইট www.bpc.gov.bd এ পাওয়া যাবে ।


--

Post a Comment

Previous Post Next Post