Small and Cottage Industries Training Institute (SCITI)
BSCIC, Ministry of Industries
Plot- 24 / A. Road- 13/A, Sector-6, SCITI, Uttara, Dhaka- 1230
---------------
===================================================
"Business Management" Training Course
কোর্সের মেয়াদ :
০৬-০৯-২০২০ থেকে
১০-০৯-২০২০ পর্যন্ত
কোর্সে অন্তর্ভূক্ত বিষয়সমূহ:
➤ উদ্যোক্তার যোগ্যতা নিরূপণের উপায়
➤ যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী লাভজনক শিল্প/ ব্যবসা বাছাই পদ্ধতি
➤ বাছাইকৃত শিল্প/ ব্যবসার ব্যাংক উপযোগী প্রকল্প প্রস্তাব প্রণয়ন
➤ শিল্প/ ব্যবসার বিপণন, উৎপাদন ব্যবস্থাপনা ও আর্থিক দিক বিশ্লেষণ
➤ ব্যাংক থেকে ঋণ পাওয়ার পদ্ধতি
➤ শিল্পনীতি ২০১৬ অনুযায়ী উদ্যোক্তাগণকে প্রদত্ত সরকারি সুযোগ -সুবিধাসমূহ
➤ শিল্প/ ব্যবসার লাভ-ক্ষতির হিসাব ও আর্থিক অনুপাতসমূহ
ঋণ সহায়তা:
সফলভাবে কোর্স সমাপ্তির পর সনদপত্র বিতরণ ও সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাগণকে বিসিকের নিজস্ব তহবিল থেকে ঋণ প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
ন্যুনতম এইচ.এস.সি. সনদপত্রের ফটোকপি ও ১ কপি ছবি
অংশগ্রহণকারী:
ব্যবসায়/ শিল্প স্থাপনে আগ্রহী সম্ভাবনাময় ও বিদ্যমান উদ্যোক্তা
কোর্স ফি:
➡ অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য ১,০০০/- (এক হাজার টাকা) এবং
➡ সশরীরে উপস্থিতির জন্য ১,৫০০/- (এক হাজার পাঁচশত টাকা) মাত্র
*বিকাশে কোর্স ফি জমা দেয়া যাবে, বিকাশ নম্বর: ০১৬৮৬-৩৯৫৪৫৯
রেজিস্ট্রেশন:
০৬-০৯-২০২০ তারিখ সকাল ০৯.৩০ এর মধ্যে প্রশিক্ষণার্থী প্রদত্ত মোবাইল নম্বরের মাধামে রেজিস্ট্রেশন করতে পারবেন। (যোগ্যতা ও আসন খালি থাকা সাপেক্ষে)
যোগাযোগ:
কোর্স পরিচালক: মুনিরা মান্নান, ০১৫৩৪-২৭৮১৫৫, ৪৮৯৬১৯৪৮
কোর্সের মাধ্যম:
স্বাস্থ্যবিধি মেনে স্কুটির ক্লাসরুমে স্কুটির ক্লাসরুমে সশরীরে ১৫ (পনের) জন এবং বাকি প্রশিক্ষণার্থীগণ অনলাইনে Zoom App এর মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন।
কোর্স সমন্বয়কারী:
জোনায়েত হোসেন, ০১৭১০-০১৩১৬১, ৪৮৯৬১৯৪৮
আবাসন:
ইনস্টিটিউটের নিজস্ব ডরমিটরিতে স্বল্প খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে।
-----
Post a Comment