Bankers Selection Committee Secretariat, JANATA BANK: Examination Schedule

Bangladesh Bank
Bankers Selection Committee Secretariat
(JANATA BANK)
***
বাংলাদেশ ব্যাংক
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়
প্রধান কার্যালয়, ঢাকা

===============
বিজ্ঞপ্তি নং ৮৪/২০২০ 
তারিখ: ৩১/০৮/২০২০

Examination Schedule/ পরীক্ষা গ্রহণের সময়সূচি

জনতা ব্যাংক লিমিটেড এ “সিনিয়র অফিসার (প্রকৌশল)-লেদার টেকনোলজি পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে প্রাথীদের লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি


ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে জনতা ব্যাংক লিমিটেড এ “সিনিয়র অফিসার (প্রকৌশল)- লেদার টেকনোলজি” পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে Online-এ প্রাপ্ত আবেদনসমূহ যাচাইয়ান্তে যোগ্য বিবেচিত প্রার্থীদের ০২ ঘন্টা ব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ১৮/০৯/২০২০ তারিখ শুক্রবার সকাল ১০:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত University Women’s Federation College, House: 16 & 16/1, Road: 6, Dhanmondhi, Dhaka- 1205 এ অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bb) হতে পরীক্ষা শুরুর অব্যবহিত পূর্ব পর্যন্ত সংগ্রহ করার জন্য প্রার্থীদেরকে পরামর্শ দেয়া যাচ্ছে।



Post a Comment

Previous Post Next Post