বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
Begum Rokeya University, Rangpur
স্মারক নম্বর- বেরোবি/রেজিঃ/শিক্ষক নিয়োগ-বিজ্ঞপ্তি/২০২০/
নিয়োগ বিজ্ঞপ্তি/ Faculty Search
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর- নিম্নবর্ণিতপদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে: অনলাইনে (ejobscircular.com) এ চাকরি খুজুন |
ক) পদের বিবরণ: পদ সংখ্যা
সহযোগী অধ্যাপক (স্থায়ী), ০১ (এক)
ঘ) বেতন (জাতীয় বেতন ক্ষেল ২০১৫):
সহযোগী অধ্যাপক: ৫০,০০০ - ৭১,২০০/-
গ) আবেদন ফরম সংগ্রহ ও জমা:
১. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) বিজ্ঞাপিত পদের শর্তাবলী ও আবেদন ফরম পাওয়া যাবে। রেজিস্ট্রার দপ্তরাধীন সংস্থাপন শাখায় সরাসরি বা ডাকযোগে রবিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ১০:০০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত আবেদন ফরম জমা দেওয়া যাবে।
আবেদন ফরম জমা দেওয়ার শেষ তারিখ:
২৭ সেপ্টেম্বর ২০২০, দুপুর ২.০০ টা।
উল্লিখিত তারিখের পর কোন আবেদন ফরম গ্রহণ করা হবে না।
-------
---
Post a Comment