Bangladesh Gas Fields Company Limited বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি: Recruitment Circular

Bangladesh Gas Fields Company Limited
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড
A company of Petrobangla/ পেট্রোবাংলার একটি কোম্পানি 

==================
স্মারক নং- ২৮.১০.১২১৩.০৬৩.০৫.০০২.২০/০১
তারিখ/ Date: ২৮ সেপ্টেম্বর, ২০২০


নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন
Job Circular

নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্‌ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) এর শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র নং: ২৮.১০.১২১৩.০৬৩.০৫.০০২.২০ তারিখ ২৭ জুলাই ২০২০, কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত হয়। এছাড়াও ০৫/০৮/২০২০ ও ০৬/০৮/২০২০ তারিখে “দৈনিক সমকাল”, “দৈনিক ইত্তেফাক”, “The Financial Express” পত্রিকায় এবং ০৬/০৮/২০২০ ও ০৭/০৮/২০২০ তারিখে “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” ও “দৈনিক ব্রাহ্মণবাড়িয়া” পত্রিকায় যথানিয়মে প্রকাশিত হয়। 

কোভিড-১৯ পরিস্থিতির কারণে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং ১ (ক-২) ও ৪ নিম্নোক্তভাবে সংশোধন করা হলো:
=======

** ১ (ক-২) 
অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৭.১০.২০২০ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা।

** ৪) 
প্রার্থীর বয়সসীমা ২৫.০৩.২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং মেডিকেল অফিসার পদের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/ সমমান সনদ এ উল্লিখিত জন্ম তারিখ গ্রহণযোগ্য তারিখ হিসাবে গণ্য হবে, কোন প্রকার এফিডেডিট গ্রহণযোগ্য হবে না।

** নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য বিষয় ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে।


আবেদনের শেষ তারিখ/ Application Deadline:
27 অক্টোবর 2020

নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে নিচের লিংকে ক্লিক করুন

জাতীয় দৈনিকে প্রকাশিত সার্কুলার/ Circular Published in National Dailies

 

Post a Comment

Previous Post Next Post