National Academy of Planning and Development (NAPD) জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি: গবেষণা প্রস্তাব আহ্বান Call for Research Proposals


National Academy of Planning and Development (NAPD)
Ministry of Planning
======
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)
পরিকল্পনা মন্ত্রণালয়
৩/এ, নীলক্ষেত, ঢাকা-১২০৫


গবেষণা প্রস্তাব আহ্বান 
Call for Research Proposals

২০২০-২০২১ অর্থ বছরে একাডেমির রাজস্ব খাতের আওতায় নিম্নোক্ত বিষয়ে গবেষণা প্রস্তাব আহ্বান করা যাচ্ছেঃ

"Education Sector: Mismatch between Supply and Demand"

গবেষণা প্রস্তাবের বাজেট হবে ভ্যাট ও আয়করসহ অনূর্ধ্ব ৩,৫০,০০০.০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। তন্মধ্যে ৩৫,০০০.০০ (পয়ত্রিশ হাজার) টাকা গবেষণা সংশ্লিষ্ট সেমিনার ও মূল্যায়ন বাবদ বরাদ্দ থাকবে। এ গবেষণায় একাডেমির ন্যুনতম ০১ (এক) জন অনুষদ সদস্যকে অন্তর্ভুক্ত করতে হবে। 

*অনুষদ সদস্য একাডেমি কর্তৃপক্ষ নির্ধারণ করবেন। একাডেমি মনোনিত কর্মকর্তা যুগ্ম পরিচালক হিসেবে দায়িতু পালন করবেন। 

গবেষণা প্রস্তাব আগামী ১৫ অক্টোবর, ২০২০ তারিখের মধ্যে 
“মহাপরিচালক, 
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)” - বরাবর 
www.research.napd.ac.bd ওয়েবসাইট মাধ্যমে Submit করতে হবে।

বিস্তারিত তথ্যের (TOR) জন্য

01*) একাডেমির ওয়েবসাইট 

অথবা 

02*) উপ-পরিচালক (গবেষণা ও প্রকাশনা) 
(মোবাইলঃ ০১৭১৬৫৫০৮৫৫) 

অথবা 

03*) সহযোগী প্রশিক্ষক 
(মোবাইলঃ ০১৬৮৮৭৩৮২৮৩)

-- এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।


গবেষণা প্রস্তাব আহ্বান 
Call for Research Proposals


শেষ তারিখ/ Submission Deadline:
15 অক্টোবর 2020

জাতীয় দৈনিকে প্রকাশিত সার্কুলার/ Circular Published in National Dailies

তারিখ/ Date: 01-10-2020

Post a Comment

Previous Post Next Post