Accelerating and Strengthening Skills for Economic Transformation ( ASSET Project): ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি Free Training Course Admission Notice


বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ

মিরপুর রোড, দারুস সালাম, ঢাকা। 

Website: www.bkttedhaka.gov.bd

 

Circular: 23-08-2024

=============

Date & Memo/ Ref No:  
Date: 23-August-2024 (Published)

ASSET প্রকল্পের আওতায় 


সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ কোর্সে 


ভর্তি বিজ্ঞপ্তি




প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বি-কেটিটিসি), ঢাকায় সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র বেকার যুব পুরুষ ও মহিলা, অনগ্রসর, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত, উপজাতি এবং প্রতিবন্ধীদের কর্মসংস্থানের লক্ষ্যে ০৪ (চার) মাস মেয়াদি সেপ্টেম্বর- ডিসেম্বর/২০২৪ ইং সেশনে Accelerating and Strengthening Skills for Economic Transformation ( ASSET) প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত কোর্সসমূহে ভর্তির দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।


কোর্সসমূহ

মেয়াদ

NSDA লেভেল

যোগ্যতা

আসন: বিকাল

প্রয়োজনে

কম্পিউটার অপারেশন

৪ মাস

লেভেল-৩

এএসসি/ সমমান

২৫

০১৭১৮-৪৩৮৮৬৩

CNC মেশিন অপারেশন

(কম্পিউটার জানা আবশ্যক)

৪ মাস

লেভেল-৪

এএসসি/ সমমান

২৫

০১৯৯৮-০০৬০০১

ড্রাইভিং

৪ মাস

লেভেল-৩

জেএসসি/ সমমান

২৫

০১৭১২-০৮৭৩৫১, ০১৯১৩-৯১৬৩৬২

ওভেন সুইং মেশিন অপারেশন

৪ মাস

লেভেল-২

জেএসসি/ সমমান

২৫

০১৭২২-২৩৮৫২৩

প্লাম্বিং

৪ মাস

লেভেল-২

জেএসসি/ সমমান

২৫

০১৭৪৪-১৮২৩৮৮


ভর্তির নিয়মাবলী:

১) আবেদনকারীর বয়স: ১৮-৪০ বছর।

২) ফরম সংগ্রহ ও জমা: ০১-০৮-২০২৪ খ্রিঃ হতে ২৮-০৮-২০২৪ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।

৩) ভর্তি পরীক্ষা: ২৯-০৮-২০২৪ ইং, সকাল ১০:০০ ঘটিকায় (স্ব-স্ব ট্রেডে)।

৪) ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা: ৩০-০৮-২০২৪ ইং তারিখ বিকাল ০৪:০০ টা।

৫) ভর্তি: ০১-০৯-২০২৪ খ্রিঃ অফিস চলাকালিন সময়ের মধ্যে ( স্ব-স্ব ট্রেডে )।

৬) ক্লাস শুরু: ০১-০৯-২০২৪ ইং ( স্ব-স্ব ট্রেডে )। ** ক্লাসের সময়ঃ দুপুর ০২:০০ ঘটিকা হইতে ৬:৩০ ঘটিকা পর্যন্ত (রবিবার থেকে বৃহস্পতিবার) প্রতিদিন সাড়ে চার ঘণ্টা। 


সুযোগ সুবিধাসমূহ:

১) নিয়মিত উপস্থিতির ভিত্তিতে প্রতিমাসে ১,৫০০/- (ছেলে) এবং ২,০০০/- (মেয়ে) টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে (ASSET হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)। 

২) যাতায়াত ভাতা দৈনিক ১০০ টাকা করে মাসিক সর্বোচ্চ ২২০০/- টাকা প্রদান করা হবে (ASSET হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)।

৩) অনগ্রসর, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি এবং প্রতিবন্ধীদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।


বিঃ দ্রঃ 

# স্কুল/ কলেজ/ ভার্সিটিতে নিয়মিত অধ্যয়নরত ছাত্র/ ছাত্রীগণ আবেদন করতে পারবে না। 

# তথ্য গোপন করে ভর্তি হলে ভর্তি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


বিস্তারিত তথ্যের জন্য 

কেন্দ্রের তথ্য কেন্দ্রে/ প্রশিক্ষণ শাখায় যোগাযোগ করুন 

(০১৭১৬-৩৯৯০৯০/ ০১৬১৭-৩৫৮৪৭৬/ ০১৭১৬-৩২০০৯৬)




(প্রকৌশলী মোঃ লুৎফর রহমান)

অধ্যক্ষ

-----------

*See the Vacancy Announcement/ Circular Below. 

Application Deadline: 

  28 August 2024

==================

Circular Published in National Dailies (*23-August-2024)


*

Post a Comment

Previous Post Next Post