Bangladesh Bank, Bankers Selection Committee বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সিলেকশন কমিটি: বিজ্ঞপ্তি


Bangladesh Bank

(Central Bank of Bangladesh)

Bankers Selection Committee Secretariat

Head Office

***

বাংলাদেশ ব্যাংক 

(সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ) 

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় 

প্রধান কার্যালয় 

মতিঝিল, ঢাকা-১০০০


Circular: 23-08-2024

=============

Date & Memo/ Ref No:  

বিজ্ঞপ্তি নম্বর: ১৩৩/২০২৪ 

তারিখ : ২২/০৮/২০২৪, ৭ ভাদ্র ১৪৩১

Date: 23-August-2024 (Published)

বিজ্ঞপ্তি/ Circular 


৯টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ১০ম গ্রেড ভুক্ত ‘অফিসার (জেনারেল)' (Job ID: 10147) পদে ২য় পর্যায়ে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা।


ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ২০২০ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)' এর ১৭৬৩টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে, বিগত ২১ ডিসেম্বর, ২০২১ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর-১৮৫/২০২১ এর প্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগ সংক্রান্ত সরকারী বিধিবিধান অনুসরণপূর্বক ২য় পর্যায়ে ৩৪৬ জন প্রার্থীর তালিকাসহ বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ আপলোড করা হয়েছে।


“ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে কিংবা 

কোনো অভিযোগ থাকলে ১৬২৩৬ নম্বরে ফোন করুন।”


-----------

ডিসিপি : ৪৮/২০২৪-২২১৯


*See the Circular Below. 

Application Deadline: 

===

==================

Circular Published in National Dailies (*23-August-2024)


=logo Vacancy Recruitment Job Circular Career Opportunity নিয়োগ বিজ্ঞপ্তি 

*

Post a Comment

Previous Post Next Post