Government of the People's Republic of Bangladesh
Ministry of Culture Affairs
Branch-06
Bangladesh Secretariat, Dhaka
***
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
শাখা-০৬
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
***
Website: www.moca.gov.bd
Circular: 23-08-2024
=============
Date & Memo/ Ref No:
Date: 23-August-2024 (Published)
বিজ্ঞপ্তি: গবেষণা প্রস্তাব আহ্বান
Call for Research Proposals
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর/ সংস্থার ভিশন, মিশন ও কার্যাবলীর সাথে সম্পর্কিত বিষয়াদি সম্পর্কে গবেষণার জন্য ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গবেষণা মঞ্জুরি/ অনুদান নীতিমালা ২০২২'- এ বর্ণিত যোগ্যতা সম্পন্ন গবেষকগণের নিকট হতে গবেষণা প্রস্তাব আহ্বান করা যাচ্ছে। গবেষণার ক্ষেত্র, গবেষকের যোগ্যতা, গবেষণা প্রস্তাবের ধরন, কাঠামো প্রস্তাব মূল্যায়ন, অনুমোদন, গবেষণার মেয়াদ, মঞ্জুরির পরিমাণ ও সাধারণ শর্তাবলি ইত্যাদি সম্বলিত নীতিমালা ও বিস্তারিত বিজ্ঞপ্তি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের (www.moca.gov.bd) নীতিমালা ও প্রকাশনা সেবা বক্সের নীতিমালা ম্যানুতে পাওয়া যাবে। উক্ত বিজ্ঞপ্তি ও নীতিমালা অনুসারে গবেষণা প্রস্তাব আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে এ মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর দাখিল করতে হবে। গবেষণা প্রস্তাবের আবেদন ফরম উক্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
আগ্রহী গবেষকগণকে গবেষণা প্রস্তাব প্রস্তুত ও দাখিলের পূর্বে 'সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গবেষণা মঞ্জুরি/ অনুদান নীতিমালা ২০২২' পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ ও অনুসরণ করার জন্য পরামর্শ প্রদান করা হলো।
✔
মোঃ সাইফুল ইসলাম
উপসচিব
ফোন: ৫৫১০১১১৪
E-mail: ds.section6@moca.gov.bd
*See the Circular Below.
Application Deadline:
30 September 2024
==================
Circular Published in National Dailies (*23-August-2024)
=
*
Post a Comment