Circular-- 01
=============
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি ও এডিডব্লিউসি শাখায় স্বল্প মেয়াদী (DE 2025A) এবং শিক্ষা (পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান) শাখায় বিশেষ স্বল্প মেয়াদী কমিশন (SPSSC 2025A) কোর্স
01. ইঞ্জিনিয়ারিং
শিক্ষাগত যোগ্যতা
**মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড 'এ' থাকতে হবে। অথবা GCE 'ও' লেভেলে পদার্থ, গণিত ও রসায়নসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম 'বি' এবং GCE 'এ' লেভেল পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড 'বি থাকতে হবে।
**যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল / তড়িৎ প্রকৌশল / ইলেক্ট্রনিক্স প্রকৌশল / কম্পিউটার প্রকৌশল / অ্যারোনটিক্যাল (অ্যারোস্পেস বা অ্যাভিওনিক্স)/ কেমিক্যাল প্রকৌশলে সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে সিজিপিএ ৩.০০ সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে ।
02. লজিস্টিক
শিক্ষাগত যোগ্যতা
**মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড 'এ' থাকতে হবে। অথবা GCE 'ও' লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম 'বি' এবং GCE 'এ' লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
**যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লেদার ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে সিজিপিএ ৩.০০ সহকারে ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে।
03. এটিসি/ এডিডব্লিউসি
শিক্ষাগত যোগ্যতা
**মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ' থাকতে হবে। অথবা GCE 'ও' লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম “বি” এবং GCE 'এ' লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম 'বি' গ্রেড থাকতে হবে।
**যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ অথবা গণিতসহ সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে ।
04. শিক্ষা (পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান)
শিক্ষাগত যোগ্যতা
**মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
**যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ/অর্থনীতি/পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
===
১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে বয়স-
(ক) ২০ থেকে ৩০ বছর (DE 2025A কোর্সের প্রার্থীদের জন্য)।
(খ) ২১ থেকে ৩৫ বছর (SPSSC 2025A কোর্সের প্রার্থীদের জন্য)।
বিঃদ্রঃ বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
===
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য
উচ্চতা: কমপক্ষে ৬৪ ইঞ্চি।
বুকের মাপ: কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী ।
চোখ: দু চোখের দৃষ্টিশক্তি এটিসি ও এডিডব্লিউসি শাখা- ৬/১২ এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও শিক্ষা শাখা- ৬/৬০ পর্যন্ত।
শারীরিক যোগ্যতা: মহিলা প্রার্থীদের জন্য
কমপক্ষে ৬২ ইঞ্চি।
বুকের মাপ: কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী ।
চোখ: দু চোখের দৃষ্টিশক্তি এটিসি ও এডিডব্লিউসি শাখা- ৬/১২ এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও শিক্ষা শাখা- ৬/৬০ পর্যন্ত।
অনলাইনে আবেদনের সময়সীমাঃ ২০ আগস্ট ২০২৪ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৪। (* শর্ত প্রযোজ্য)
বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদন করতেঃ
লগ ইন করুনঃ https://joinairforce.baf.mil.bd
Help Desk: 01769-990880 (8AM-3PM),
Email: helpdesk@baf.mil.bd
Application Deadline:
17 September 2024
==================
=
Circular-- 02
৯১ BAFA কোর্স
=============
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য:
Website: https://joinairforce.baf.mil.bd
Help Desk: 01769-990880 (8AM-3PM),
Email: helpdesk@baf.mil.bd,
Follow us: facebook.com/baf.mil.bd
**
যোগদানের সম্ভাব্য তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৪
অনলাইনে আবেদনের সময়সীমাঃ
০১ মে ২০২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৪। * শর্ত প্রযোজ্য
===
আই এস পি আর/বিমান / ২০২৪/৪৬---০৭/08/২০২৪
Application Deadline:
28 September 2024
==================
Post a Comment