Bangladesh Military Contingent (BMC), Kuwait, Directorate of Overseas Operations, Dhaka Cantonment: Job Circular


বাংলাদেশ মিলিটারী কন্টিনজেন্ট (বিএমসি), কুয়েত
ওভারসীজ অপারেশনস পরিদপ্তর, ঢাকা সেনানিবাস
Website: 

Circular: 10-10-2024

=============

Date & Memo/ Ref No:  আইএসপিআর/সেনা/২০২৪/৫৮৯-৯/১০/২৪
Date: 10-10-2024 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


বাংলাদেশ মিলিটারী কন্টিনজেন্ট (বিএমসি), কুয়েতে এর অধীনে অপারেশন কুয়েত পুনঃগঠন (ওকেপি) প্রকল্পের আওতায় কাজ করার জন্য নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছেঃ
Position & No. of Vacancies
১।  পদের নাম এবং সংখ্যা
> গার্ডেনিং এন্ড প্রুনিং টেকনিশিয়ান (রোপন ও ছাঁটাই) - ১৫ (পনের) জন

২। পদবী:  মেহেনী (কুয়েত সেনাবাহিনী)
৩।  সময়সীমা:  ০৪ (চার) বছরের জন্য (মোতায়েনের তারিখ হতে)
৪।  বয়স : ২২ থেকে ৪৫ বছর
৫। শারীরিক যোগ্যতা:  
৫ ফিট ৪ ইঞ্চি এবং ওজনঃ উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ
৬।  জাতীয়তা: বাংলাদেশী
৭।  শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি/সমমান প্রার্থী অগ্রগণ্য
৮।  যোগ্যতা
> ন্যূনতম ০৩ বছরের কর্মদক্ষতা সনদপত্র উপস্থাপন করতে হবে
> আরবি ভাষা বলা এবং বোঝা বাঞ্চনীয়
> ডিপ্লোমা/অন্যান্য যোগ্যতা থাকলে তা উপস্থাপন করতে হবে  (বাধ্যতামূলক নয়)
৯।  বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাসমূহ
> মূল বেতন - ২৫৪ কুয়েতী দিনার (কেডি)
> আমিরি গ্রান্ট - মাসিক ৫০ কুয়েতী দিনার (কেডি)
> পুরস্কার ভাতা - ডেপুটেশন শেষে ০৬ মাসের মূল বেতনের সমপরিমাণ
> ছুটি
• বাৎসরিক ছুটি-প্রতি বছরে ৪০ দিন
• জরুরী ছুটি মোট ডেপুটেশন সময়ের মধ্যে একবার (২০ দিন)
 হজ্জ/ওমরা ছুটি-মোট ডেপুটেশন সময়ের মধ্যে একবার (২০ দিন)
> বিমান টিকেট
  কুয়েতে প্রথমবার গমন এবং ডেপুটেশন শেষে প্রত্যাবর্তন এর সময় 
  কুয়েত-ঢাকা-কুয়েত বিমান টিকেট প্রতি বছরে বার্ষিক ছুটির জন্য একবার
১০।  অযোগ্যতা:  যে কোন আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত হলে
***
২। যোগ্য প্রার্থীগণ পরিচালক, ওভারসীজ অপারেশনস পরিদপ্তর, সেনাসদর এর অনুকূলে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সহ আবেদন জমা দেবেন। যোগ্য প্রার্থীদের যথাযথভাবে সত্যায়িত ০৮ (আট) কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের ফটোকপিসহ আবেদনপত্রের সাথে ১৫ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে ইউএন ট্রানজিট কমপ্লেক্স, প্রযত্নেঃ ওভারসীজ অপারেশনস পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে প্রেরণ করতে হবে।
৩। আবেদনকারী ব্যক্তি সমূহের মধ্যে যে সকল প্রার্থীগণকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে শুধুমাত্র তাদেরকে এসএমএস এর মাধ্যমে পরবর্তী চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়ার জন্য আহ্বান করা হবে। 
৪। চূড়ান্ত বাছাই/সাক্ষাৎকারের সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে।
৫। আগামী ২০ অক্টোবর ২০২৪ তারিখে ঢাকা সেনানিবাসে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ও সময় এসএমএস এর মাধ্যমে জানানো হবে। 
৬। প্রার্থীদের অবশ্যই আবেদনের সাথে তার মোবাইল নম্বর প্রদান করতে হবে।

জেনারেল স্টাফ অফিসার
সেনাসদর, জিএস শাখা
ওভারসীজ অপারেশনস পরিদপ্তর, ঢাকা সেনানিবাস
-----------
Website: 
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  15 October 2024

==================

Circular Published in National Dailies (*10-10-2024)

*


Post a Comment

Previous Post Next Post