Upazila Youth Development Officer, Sitakunda, Chittagong: Admission Notice

People's Republic of Bangladesh Government 
Upazila Youth Development Officer Office 
Sitakunda, Chittagong.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় 
সীতাকুন্ড, চট্টগ্রাম।

Website: 

Circular: তারিখ-০৮/১০/২০২৪খ্রি.

=============

Date & Memo/ Ref No:  স্মারক নং-৩৪.০১.১৫৮৬.০০০.০৪৮.২৪-৯৫
Date: 10-October-2024 (Published)

Admission Notice/ ভর্তি বিজ্ঞপ্তি


যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা কার্যালয়ে ০২ (দুই) মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। বেকার যুব ও যুব। নারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লাক্ষো ১৮-৩৫ বছর বয়সের সীতাকুণ্ড উপজেলার নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

প্রশিক্ষণের নাম: কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ
প্রশিক্ষণ কোর্সের মেয়াদ: ০২ (দুই) মাস
শিক্ষাগত যোগ্যতা: যুবক- এইচ.এস.সি / যুব নারী- এস.এস.সি পাস
কোর্সের ধরন: অনাবাসিক
আসন সংখ্যা: ৪০ (চল্লিশ) জন (যুবক- ২০ জন, যুব নারী ২০ জন)
দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখ: ২১/১০/২৪ খ্রি.
সাক্ষাৎকারের তারিখ: ২৪/১০/২৪ খ্রি.
ভর্তির তারিখ: ২৭/১০/২৪ খ্রি. 
প্রশিক্ষণ শুরুর তারিখ: ০১/১১/২৪খ্রি।

দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত নিয়মাবলী:
(১) উল্লেখিত কোর্সে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র অফিস কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে দাখিল করতে হবে।
(২) দরখাস্তের সাথে ---- 
(ক) সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি।
(খ) সদ্যতোলা ছবি পাসপোর্ট সাইজ ০২ (দুই) কপি, ষ্টাম্প সাইজ ০১ (এক) কপি
(গ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ
(ঘ) মোবাইল নম্বর (What's app নাম্বার) (
ঙ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
(চ) জন্মসনদের সত্যায়িত ফটোকপি। (ছ) বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীর বয়স।

০৩। প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।
০৪। যুব সংগঠন কর্তৃক মনোনীত প্রার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন যুবদের নির্বাচনের বিষয়ে বিধি মোতাবেক অগ্রাধিকার দেয়া হবে।
 ০৫। ভর্তির জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডে সকাল ১০.০০ ঘটিকার সময় হাজির হতে হবে।
০৬। এ জন্য কোন প্রকার টি.এ/ডি.এ দেয়া হবে না।
০৭। প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণ কেন্দ্রের নিয়ম শৃংখলা মেনে চলতে হবে এবং ক্লাবে ১০০% উপস্থিতি নিশ্চিত করতে হবে। 
০৮। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনকারীদের প্রশিক্ষণ শেষে সরকারী বিধি মোতাবেক প্রশিক্ষণ ও যাতায়াত ভাতা প্রদান করা হবে।
০৯। ভর্তির জন্য নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে হবে।

স্বাক্ষরিত। 
০৮/১০/২০২৪
(কে.এম. রফিকুল ইসলাম) 

উপজেলা নির্বাহী অফিসার
সীতাকুন্ড, চট্টগ্রাম। 
মোবাইল নং 01837711450
unositakunda@mopa.gov.bd 
সভাপতি উপজেলা পর্যায়ে প্রশিক্ষণার্থী বাছাই কমিটি
-----------
Website: 

Application Deadline: 

  21/10/2024

==================

Circular Published in National Dailies (*10-10-2024)



*


Post a Comment

Previous Post Next Post